সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর সার্বজনীন মহা শিব যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত। মহা শিব যজ্ঞ কমিটির সভাপতি উৎপল জোয়াদ্দার এর সভাপতিত্বে ১লা মার্চ বুধবার সারা দিন ব্যাপি মহা শিব যজ্ঞের পূর্ণনাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসিম কুমার মৃধা।
মহা শিব যজ্ঞ কমিটির সাধারণ সম্পাদক ১৩৭ নং সরকারি মুন্সিগঞ্জ দক্ষিণ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননি গোপাল মন্ডল এর সার্বিক পরিচালনায় মহা শিব যজ্ঞ অনুষ্ঠানে নাম গান করিবপশন করেন ভোলানাথ সম্প্রদায়, করুনা ময়ী সম্প্রদায়, শিব শঙ্কর সম্প্রদায় ও রাম কৃষ্ণ সম্প্রদায়।
এসময় উপস্থিত ছিলেন হরিনগর বাজার নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) শিশির রঞ্জন ঘোষ, ইউপি সদস্যা পলাশী রানী সটকার, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক অনাথ মন্ডল, যুগ্ম -আহ্বায়ক ও হিন্দু বিবাহ রেজিস্ট্রার সুজন কুমার দাশ, সদস্য সচিব উৎপল মন্ডল, এশিয়ান টেলিভিশনের শ্যামনগর প্রতিনিধি মেহেদী হাসান মারুফ, ইউপি সদস্য মলয় কুমার রপ্তান প্রমুখ।