সাতক্ষীরার শ্যামনগরে প্রতিবছরের ন্যায় এবছরও রমজাননগর ইউনিয়নের ভেটখালী গাজী বাড়ির উদ্যোগে একশত গরিব দুঃখী অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ভেটখালী গাজি বাড়ির মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান মরহুম জি এম আবুল কাশেমের বড়ো ছেলে রমজান নগর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জি,এম আল ফারুক ও তার সহধর্মিণী মিসেস কামরুন নাহার (শেফালী)।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রমজান নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম আল মামুন সহ সাংবাদিকরা এসময় আলহাজ্ব জি এম আল ফারুক তার বক্তব্য বলেন আপনার আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ রহমতে যেন প্রতিবছর গরিব দুঃখী অসহায় পরিবারের মাঝে আমি এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি।