শিরোনাম ::
শ্যামনগরে পরিবহন কাউন্টারে মোবাইল কোর্ট মানিকগঞ্জ সাংবাদিকের উপর হামলা ছিনতাই সাতক্ষীরায় আবারো ভেঙ্গেছে উপকূলের বাঁধ ঈদ আনন্দ নেই গ্রামবাসীর মনে সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল উদ্ধার সাতক্ষীরা সদরে তাঁতীদলের আহবায়ক কমিটি অনুমোদন পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু আওয়ামীলীগের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে শ্যামনগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় আশার উদ্যেগে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মালামাল জব্দ বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮০০ মিটার নিচে পড়ে নিহত ৩১ স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটি গঠন আশরাফ আরেফিন যুগ্ম সদস্য সচিব সাতক্ষীরা’য় পুলিশের কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসির সন্মাননা ভূষিত সদর থানার ওসি শামিনুল হক পাওনা টাকা চাওয়াকে কেন্দ্রকরে ব্যাবসায়ীকে পিটিয়ে জখম সিংড়ায় ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর শ্যামনগরে মহিলা সংস্থার চুরি হওয়া মালামাল ফিরিয়ে দিয়েছে কর্মচারী’রা আলহাজ্ব আব্দুল রাশেদ গাজীর দাফন সম্পন্ন সাতক্ষীরা’য় গনঅধিকার সভাপতি ভিপি নুরুলহক নুর এর জন্মদিন পালিত জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ  কমকর্তা’র  বিরুদ্ধে নানা অভিযোগ শ্যামনগরে বৈষম্য বিরোধী ছাত্রদের মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমনিরহাটে “পুষ্টি ক্যান্টিন” কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরার শ্যামনগরে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা জি এম আবু ইউছুপ লালমনিরহাটে শিক্ষার্থীদের জন্য “পুষ্টি ক্যান্টিন” কর্মসূচির শুভ উদ্বোধন ১৩ পেরিয়ে ১৪ তম বর্ষে একমাত্র কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ প্রকাশ্যে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা বাউফলে সাংবাদিক এর উপর হামলা আহত-৫ গাজী শাহ আলমের নির্দেশনায় কৈখালীতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ নূরনগর ইউনিয়নে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় জলবায়ু পরিবর্তন ও মানবপাচারে আন্ত:সম্পর্ক বিষয়ক কর্মশালা শ্যামনগর থানা মাদ্রাসার কুরআন শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠান

বাজারে চিনি সরবরাহ বাড়ানোর আশ্বাস ব্যবসায়ীদের

আলোকিত নিউজ ডেস্কঃ
হালনাগাদ : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

এ সময় চিনি কারখানার প্রতিনিধিরা বলেন, সামগ্রিকভাবে বিশ্ব বাজারে পণ্যের দাম বেড়েছে। জাহাজের পরিবহন ব্যয় ও ডালার বাবদও অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। এতে পণ্যের মূল্য একেক সময় একেক রকম হচ্ছে। এ জন্য সরকারের প্রতি ১৫ দিন পর দাম সমন্বয়ের বিষয়ে ভাবতে হবে। এ ছাড়া চিনির শুল্ককাঠামো সংস্কারের প্রস্তাবও দেন তাঁরা।

অনুষ্ঠানে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান বলেন, ‘চিনি নেই—এমনটা বলা যাবে না, অপরিশোধিত চিনি আছে। আমরা পরিশোধনের পর প্রয়োজনমতো চিনি সরবরাহের চেষ্টাও করে যাচ্ছি। তবে গ্যাস–সংকটের কারণে চিনির কয়েকটি কারখানা পুরোদমে চালানো যাচ্ছে না। এ জন্য বাজারে প্রভাব পড়েছে।’ তবে পরস্পরকে দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বাজারের এ সংকটের দায় সবারই নেওয়া উচিত। কোনো এক পক্ষের ওপর বিষয়টি না চাপিয়ে একসঙ্গে কাজ করলে দ্রুত সংকটের সমাধান হবে বলে তিনি মনে করেন।

তবে অনুষ্ঠানে বিভিন্ন বাজারের পাইকারি ব্যবসায়ী ও পরিবেশকদের অভিযোগ, মিল থেকে চিনি সরবরাহ কমানো হয়েছে। বারবার চিনি চেয়েও তাঁরা পাচ্ছেন না। মিল ফটকে গাড়ি বসে থাকায় ভাড়ার টাকা গুনতে হচ্ছে। এতে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁরা। চিনি কেনার ক্ষেত্রে মিলগুলো পাকা রসিদ দিতে অনীহা দেখাচ্ছে এবং অনেক ক্ষেত্রে রসিদে পণ্যমূল্য না লিখে বাড়তি দামে বিক্রি করছে, এমন অভিযোগও তোলেন পাইকারি ব্যবসায়ীরা।

কারওয়ান বাজারের চিনি পরিবেশক আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘আমি চিনি কেনার জন্য সিটি, মেঘনা ও দেশবন্ধু গ্রুপের মতো প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে ঘুরছি, কিন্তু কেউ আমাকে চিনি দিচ্ছে না। বাইরে থেকে দু-একজন চিনি দিলেও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চিনি কিনতে হচ্ছে। এদিকে পাউরুটি, বিস্কুট বা কেক তৈরির প্রতিষ্ঠানগুলো আমাদের বলছে, “চিনি দিন, না হলে আমাদের কারখানা বন্ধ হয়ে যাবে।” এখন সে জন্য আমাদের বাড়তি দামে চিনি কিনে হলেও তাদের দিতে হচ্ছে। এতে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

তবে এসব অভিযোগ নাকচ করে গোলাম রহমান বলেন, ‘যার যত চিনি লাগে, আমাদের জানানো হলে আমরা দেব। চিনির দাম বাড়তি রাখাও হচ্ছে না। তবে অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। এ জন্য সরকারকে গ্যাস–সংযোগ নিশ্চিত করার পাশাপাশি চিনির বিদ্যমান শুল্ককাঠামো সংস্কার ও ডলারের স্থিতিশীল দরে ঋণপত্র খোলার বিষয়টি নিশ্চিত করতে হবে।’

সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, ‘আমাকেও যে এক কেজি চিনি কিনতে হচ্ছে, তাতে ৩০ টাকার ওপরে শুল্ক দিতে হচ্ছে। যেহেতু বিশ্ববাজারে এখন পণ্যমূল্য বেশি, সেহেতু সরকারের কাছে আমরা শুল্ক হ্রাসের আবেদন জানাচ্ছি।’
অনুষ্ঠানে চিনি কারখানার প্রতিনিধিদের উদ্দেশে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান বলেন, ‘সরকার শুল্ক হ্রাস করলে দাম কমে আসবে, এমন কথা দিতে পারলে অবশ্যই সরকার সেটি বিবেচনা করবে। আমরা সরকারকে সেটা বলব। তার আগে আপনারা যেহেতু বলছেন, চিনির তেমন কোনো সংকট নেই, সেহেতু বাজারে সরবরাহ বাড়ান। আমরা আশা করব, আজ রাত থেকে মিলের ফটকে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো ভরে বাজারে চিনি পাঠানো শুরু করবেন।’

গ্যাস সরবরাহের বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে কথা বলছেন উল্লেখ করে শফিকুজ্জামান আরও বলেন, ‘আমরা পেট্রোবাংলার সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রী দপ্তরের সঙ্গেও বৈঠক হয়েছে। তাতে সবাই বিষয়টি অবহিত যে আপনারা গ্যাস কম পাচ্ছেন। গ্যাসের চাপও কম। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে ঠিক, কিন্তু সবকিছুর আগে আমাদের ভাবতে হবে যে ভোক্তার কষ্ট হচ্ছে। সে জন্য পরিস্থিতি কীভাবে দ্রুত স্বাভাবিক করা যায়, তা নিয়ে কাজ করতে হবে। আশা করি, দ্রুতই চিনির বাজারে অস্থিরতা কমে যাবে।’

চিনির মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়ে ভোক্তা অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘আমাদের পরিদর্শনে দেখেছি, মিল থেকে চিনির সরবরাহ কমেছে। অনেক ক্ষেত্রে তা ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে। আবার নরসিংদীর একটি কারখানায় কিছু অনিয়মও পেয়েছি আমরা। তাদের বলার পর সংশোধন করা হয়েছে। বাজারে এভাবে কোথাও কোনো একটি সমস্যা থেকে পুরো প্রক্রিয়ার ওপর প্রভাব পড়ছে। এগুলো আমরা খতিয়ে দেখছি। এ নিয়ে প্রতিবেদন তৈরি করে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে পেশ করার কাজ চলছে।’

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ছোট ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন। কারণ, ভোক্তা অধিদপ্তর ছোট ব্যবসায়ীদের দোকানে পায়, তাঁদের আইনের আওতায় নিয়ে আসে। কিন্তু এখানে ওপর থেকে সবাইকে নজরদারিতে নিয়ে আসা দরকার। কারণ, বেশি দামে পণ্য কিনতে হলে খুচরা ব্যবসায়ীকেও বাড়তি দামেই বিক্রি করতে হয়। তা না হলে তাঁরা ক্ষতিগ্রস্ত হন।’

এদিকে কেন্দ্রীয় ব্যাংক গতকাল রোববার এক বিবৃতিতে জানিয়েছে, ‘গত বছরের তুলনায় চলতি বছরে চিনি আমদানিতে ঘাটতি নেই। অচিরেই আরও এক লাখ টন চিনি আমদানি করা হচ্ছে। একটু তদারকি করলে চিনির বাজার স্বাভাবিক হবে বলে আমরা আশাবাদী।’ হঠাৎ চিনির মজুত নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের এ বিবৃতি গতকাল ভার্চ্যুয়াল মাধ্যমে আলোচনার জন্ম দেয়।

অনুষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও পেট্রোবাংলার প্রতিনিধি, চিনির মিলমালিকদের প্রতিনিধি, পরিবেশক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর