বাগেরহাটে নৃত্য শিল্পী সংস্থার নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। গত মঈলবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক নৃত্য দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বাগেরহাট জেলার সকল নৃত্য সংগঠনের সদস্যদের সমন্বয়ে এই কার্যকরী কমিটি গঠন করা হয়।
বাগেরহাট নৃত্য শিল্পী সংস্থা তিথি দেবনাথ কে সভাপতি ও মো:আল-আমীন সরদারকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, নাজমা আক্তার যূথী সহ-সভাপতি, বিকাশ রায় যুগ্ম সম্পাদক, জাহিদুল ইসলাম সাথী কোষাধ্যক্ষ, নির্বাহী সদস্য কহিনুর আক্তার, মো:আবুবকর সিদ্দিক, মামুন খান,জামান পারভেজ,রেজাউল ইসলাম রছি, আনিকা।
সাধারণ সম্পাদক আল আমীন সরদারের সঞ্চালনায় বাগেরহাটের এ.সি লাহা হলে নৃত্য দিবসের অনুষ্ঠানে সংস্থার সভাপতি তিথি দেবনাথের সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান ও প্রেসক্লাব ও জেলা জাসাস সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক পৌর কাউন্সিলর মাহাবুবুর রহমান টুটুল বিশেষ অতিথি ছিলেন এ অনুষ্ঠানে। পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ছিল আবদুল্লাহ বনি প্রমুখ।
এদিন বিকালে শহীদ মিনার থেকে নৃত্যশিল্পী ও নৃত্যানুরাগী বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে এসি লাহা হলে শেষে হয়। এরপর জেলার বিভিন্ন নৃত্যশিল্পীর মনোমুগ্ধকর নৃত্য পরিবেশিত হয়।