সাতক্ষীরা’র শ্যামনগরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সারা দেশের ন্যায় সম্প্রীতি প্রতিশ্রুতি জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সংখ্যালঘু স্বার্থবান্ধব অপরাপর অঙ্গীকার সমূহ চলতি অক্টোবর মাসেই বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে উপজেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বাবু বিষ্ণুপদ মণ্ডলের সভাপতিত্বে উপজেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ন আহবায়ক বাবু সঞ্জিত কুমার দাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব কিরণ শংকর চ্যাটার্জি, যুগ্ন আহবায়ক মহাদেব মন্ডল, আহ্বায়ক কমিটির সদস্য বাবু পথিক মন্ডল প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কমিটির সদস্য বাবু বীরেন্দ্রনাথ বিশ্বাস,অরুন মুখার্জি, পলাশ দেবনাথ, শিব পদ বৈদ্য, জয়ন্ত মন্ডল,শংকর রায়, পলাশ মন্ডল, মতীন ন্দ্রনাথ দাস,সুকদেব মন্ডল, গৌরাঙ্গ মন্ডল,সুরঞ্জন মন্ডল সহ উপজেলা ইউনিয়ন কমিটি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
বক্তাগন বলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্র কমিটির দাবির সাথে শ্যামনগর উপজেলা কমিটি একমত পোষণ করে অবিলম্বে দাবি আদায়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রীদের জননেত্রী শেখ হাসিনা কাছে জোর দাবি জানাচ্ছি।