বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সাহাবাগ জাতীয় জাদু ঘরের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এর আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয় ।
গতকাল সকাল ১০ হইতে বিকাল প্রর্যন্ত। সমাবেশের সভাপতিত্ব করেন মোঃ সাইদুর রহমান লুৎফর। উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ ইকবাল আমিন। কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য অধ্যক্ষ লায়ন মোঃ ছামিউল আলম রাসু’র সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দাবি দাওয়া এবং সমস্যার কথা নিয়ে আগত জেলা উপজেলা নেতৃ বিন্দু বক্তব্য দেন। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ নাসির বলেন চলমান আমলা রাজনৈতিক নেতাদের কারণে আমারা সাধারণ ভূমিহীন কৃষক শ্রমিক মেহনতি জনতা দুর্নীতি বাজদের কাছে জিম্মি। আমরা সাধারণ মানুষ এ অবস্থা থেকে মুক্তি চাই। আমাদের প্রতিনিধিত্ব আমরাই দিতে চাই কোন দুর্নীতিবাজদের নেতৃত্ব আমরা চাই না। ১% বাতিল করে সৎ যোগ্য সাধারণ মানুষের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ দেন। আরো বক্তব্য দেন তৈয়ব হাবিলদার সহঃ সভাপতি ,কেন্দ্রীয় কমিটি, মিরাজ মোল্লা সহ সভাপতি, খালেকুজ্জামান পারভেজ বুলবুল যুগ্ম সাধারণ সম্পাদক , মিতিন শেখ সাংগঠনিক সম্পাদক, মোঃ সোহেল রানা প্রচার সম্পাদক, উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন, যুগ্ন সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সহ-সভাপতি রেজাউল ইসলাম, মহিলা নেত্রী খুকুমনি খাতুন সহ বিভিন্ন জেলা প্রতিনিধি মোঃ নান্নু মিয়া, পুন্দ্রেনাথ পিনু, আহাদ মিয়া, জামাল উদ্দিন, সুজাত মেম্বার, বার্নাবাস টুডু, হোসেন মোহাম্মদ কেপ্টেন,মোছাঃ রাবেয়া, আজগর আলী, মহাসীন, মোঃ ইসহাক আলী রিদয়, আবদুল আলিম প্রমুখ। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর সারক লপি প্রদান করে।