বাংলাদেশ জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলা শাখার মুন্সিগঞ্জ ইউনিয়ন দায়িত্বশীলদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকাল দশটায় মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বনশ্রী শিক্ষানিকেতন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। মুন্সিগঞ্জ ইউনিয়ন আমীর-গাজী আবুল হোসাইনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা-৪, গাজী নজরুল ইসলাম- সাবেক উপজেলা আমীর জনাব মাওলানা আব্দুল মজিদ, বক্তব্য রাখেন – উপজেলা আমীর – মাওলানা আব্দুর রহমান, উপজেলা অফিস সেক্রটারী মহসিন আলম, আযাহারুল ইসলাম, নাজমুল হোসেন, আল আমিন, হাবিবুর রহমান প্রমুখ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে শহিদ করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। তাদের রক্তের মূল্য ইনশাআল্লাহ আমরা পরিশোধ করব এ দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জামায়াত ইসলামের মুন্সিগঞ্জ ইউনিয়ন শাখার অফিস সেক্রেটারি রমিজুল ইসলাম।