শিরোনাম ::
বিজিবি’র অভিযানে নয় কোটি টাকার ভারতীয় মালামাল আটক ঝিনাইগাতীতে মাটির কুপে পরে ২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মৃত্যু বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাবলেটসহ মালামাল জব্দ ভূয়া এনজিওর বিরুদ্ধে প্রশাসনের অভিযান, তিন কর্মকর্তা আটক শ্যামনগরে সাজাপ্রাপ্ত আসামি রুহুল কুদ্দুস আটক ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ ‌স্বেচ্ছাসেবক আসাদের বিরু‌দ্ধে মিথ‌্যা সংবাদ ছড়ানোর প্রতিবাদে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ সুন্দরবনে আনুষ্ঠানিক ভাবে মধু আহরণ শুরু ছাত্রলীগ নেতা মোঃ সামিউল ইসলাম মুন্না কে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্যামনগরের সরকারী দিঘির পানি পাইব লাইন স্থাপন করে ব্যক্তিস্বার্থে ব্যবহারের অভিযোগ তারেক রহমানের মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে মানুষের কাছে কেন্দ্রীয় যুবদল নেতা। বংশীপুর বন্ধু মহলের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন শ্যামনগরে পরিবহন কাউন্টারে মোবাইল কোর্ট মানিকগঞ্জ সাংবাদিকের উপর হামলা ছিনতাই সাতক্ষীরায় আবারো ভেঙ্গেছে উপকূলের বাঁধ ঈদ আনন্দ নেই গ্রামবাসীর মনে সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল উদ্ধার সাতক্ষীরা সদরে তাঁতীদলের আহবায়ক কমিটি অনুমোদন পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু আওয়ামীলীগের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে শ্যামনগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় আশার উদ্যেগে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মালামাল জব্দ বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮০০ মিটার নিচে পড়ে নিহত ৩১ স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটি গঠন আশরাফ আরেফিন যুগ্ম সদস্য সচিব সাতক্ষীরা’য় পুলিশের কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসির সন্মাননা ভূষিত সদর থানার ওসি শামিনুল হক পাওনা টাকা চাওয়াকে কেন্দ্রকরে ব্যাবসায়ীকে পিটিয়ে জখম সিংড়ায় ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর শ্যামনগরে মহিলা সংস্থার চুরি হওয়া মালামাল ফিরিয়ে দিয়েছে কর্মচারী’রা আলহাজ্ব আব্দুল রাশেদ গাজীর দাফন সম্পন্ন সাতক্ষীরা’য় গনঅধিকার সভাপতি ভিপি নুরুলহক নুর এর জন্মদিন পালিত

বাংলাদেশকে বাঁচাতে মৃত্যুর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাস্তায় নামবো: শামীম ওসমান

মেহেদী হাসান মারুফ নিউজ ডেস্ক:
হালনাগাদ : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

এইবার হয়তো প্রধানমন্ত্রীর কথাও শুনবো না বাংলাদেশকে বাঁচাবার জন্য মৃত্যুর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাস্তায় নামবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান।

 

রোববার (৯ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪৭ বিধিতে উপস্থাপিত প্রস্তাবের ওপর তৃতীয় দিনে আলোচনা অংশ নিয়ে একেএম শামীম ওসমান এ কথা জানান।

 

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

 

শামীম ওসমান বলেন, সবচেয়ে ধিকৃত মানুষের নাম খুনি মোশতাক। খুনি মোশতাক আমাদের বাসায় ফোন করে আমাকে বললো তোমার আব্বাকে দাও। আমাদের রাজনৈতিক পরিবার তাই আমি বললাম আমার বাবা বাসায় নেই। আমার আব্বা সেখানে দাঁড়িয়েছিলেন। তারপর বললেন তোমার মাকে দাও, আমি আমার মাকে দিলাম। আমি দেখলাম আমার মা উনিও রাজনৈতিক পরিবারের মেয়ে। তিনি যখন কথা বলছিলেন আমি তখন দেখলাম আমার মায়ের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে।

খন্দকার মোশতাক আমার মাকে বললো মা তুই জোহাকে বল (আমার আব্বার নাম ধরে) আগামীকাল সংসদে আসতে। আগামীকাল সংসদে আসতে বল আমি ওকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাবো। আমার মায়ের সেদিন যে ঘৃণা, আমি দেখলাম আমার বাবা মায়ের দিকে তাকিয়ে আছেন কী উত্তর দেয়। আমার মা উত্তর দিয়েছিলেন সেদিন খন্দকার মোশতাককে, আমি আপনাকে পরিষ্কারভাবে বলতে চাই (অনেকেই সেদিন এই সংসদে এসে বঙ্গবন্ধুর রক্তের ওপর পা দিয়েছিলেন) আমার মা বলেছিলেন আমি পরিষ্কারভাবে আপনাকে বলতে চাই আমার স্বামী আপনার মন্ত্রী সভায় যাবে না। আর যদি যায় আমি প্রথমে চেষ্টা করবো তাকে বাধা দেওয়া, যদি বাধাতে কাজ না হয় আমি চেষ্টা করবো তাকে হত্যা করার, আর যদি তাও না পারি আমি নিজে আত্মহত্যা করবো। কিন্তু আমি তারপরও আপনার সংসদে যেতে দেবো না। তখন উনি বলেছিল আমি আর জোহাকে বাঁচাতে পারলাম না। পাঁচ মিনিটের মধ্যে আমাদের বাড়ির দরজা-জানালা সব ভেঙে ফেলা হলো, আমার বাবাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো।

 

এরপরও তিনটি বছর একবেলা ভাত খেয়েছি, একবেলা খাইনি। আমার মেজ ভাই সেলিম ওসমান শেখ জামাল ভাইয়ের বন্ধু ছিলেন। বড় ভাই নাছিম ওসমানের খোঁজ নেওয়ার জন্যে বঙ্গবন্ধুর হত্যাকারী ডালিম, বজলুল হুদারা ঢাকার থেকে গুলি করতে করতে নারায়ণগঞ্জের দিকে এলো, এসে তাকে গ্রেফতার করে নিয়ে গেল। ঢাকা কলেজের একজন মেধাবী ছাত্রকে মাথা নিচু করে রেডিও বাংলাদেশে ওই আপেল মাহমুদ গান গাইছিল আর মদ খাচ্ছিল আর মেজর ডালিম হাত দিয়ে পিস্তলটা ঘুরিয়ে বলছিল এই হাত দিয়ে আব্বাকে মেরেছি, আম্মাকে মেরেছি, ভাইকে মেরেছি বলে আমার ভাইটার বুকের ভেতরে ৪৬টা ছিদ্র করেছিল সিগারেটের আগুন দিয়ে। আমরা একবেলা ভাত খেতাম একবেলা ভাত খেতাম না। আমার মেজ ভাই সেলিম ওসমান ওই অবস্থায়, আমার মা ওই খুনিদেরকে ফোন করেছিল, ফোন করে বলেন পরিষ্কারভাবে ওই কিসমতকে আর হুদাকে, একজন মায়ের হুমকার দেখে তারা ভয় পেয়েছিল, বলেছিলেন আমার আরেকটা ছেলে আছে ওকেও নিয়ে যা, কিন্তু মনে রাখবা আমার স্বামীও জেলে আছে মেরে ফেলো, আমার ছেলেকেও মেরে ফেলো।

 

কিন্তু আমার একটা ছেলে কিন্তু দেশে থেকে চলে গেছে, একটা ছেলে তোমাদের বংশ নির্বংশ করে দেবে। এই ভয় তারা পেয়েছিল। বস্তায় বন্ধ করে সুন্দরবন হোটেল আছে সেখানে অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে গেছে। ওই তো আমাদের রাজনৈতিক জীবনের ইতিহাস, ওরা আবার গণতন্ত্রের কথা বলে। আমাদের নেত্রী শেখ হাসিনা দেশে আসার পর সেখানে তার বাবার লাশ ছিল, মায়ের লাশ ছিল সেখানে নামাজ পড়তে চেয়েছিলেন কিন্তু জিয়াউর রহমান দেয় নাই। সব ঠেকা জাতির পিতার কন্যা শেখ হাসিনার। ডেকে ডেকে খাইতে হবে, খালি খাবি না খাইলে না খাবি, যে আসলে আসবি না আসলে না আসবি। ওই ভয় দেখিয়ে লাভ নেই। এইটা আর ৭৫ সাল হবে না।

 

এইবার হয়তো প্রধানমন্ত্রীর কথাও শুনবো না। পরিষ্কারভাবে বলতে চাই এবার প্রধানমন্ত্রীর কথাও শুনবো না কারণ এইবার আমরা যারা এখানে এমপি আছি আওয়ামী লীগের নেতাকর্মীরা আছি, এইবার ইনশাআল্লাহ বাংলাদেশকে বাঁচাবার জন্য, নেত্রীকে বাঁচানোর জন্য, ভবিষ্যত বাঁচানোর জন্য, বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য মাথায় কাফনের কাপড় পড়ে মৃত্যুর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাস্তায় নামবো। এটা বুঝতে হবে আমাদের কথা যেন হালকাভাবে না নেয়।


এই বিভাগের আরো খবর