শ্যামনগর বুড়িগোয়ালিনী বনকন্য ফুটবল মাঠে শ্যামনগর পিচ ক্লাবের আয়োজনে।
বুড়িগোয়ালিনী বেসিক ফুটবল একাডিমের সহযোগিতায়, সাতক্ষীরা রসুলপুর নারী ফুটবল একাদশ ও বেসিক একডেমির নারী ফুটবল একদশের মধ্যেকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ২০ নভেম্বর রবিবার বিকেল ৪টায়।
ফুটবল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, মহীলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,ভাইস চেয়ারম্যান প্রভাসক সাইদুজ্জামান সাঈদ।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী আব্দুর রউফ, এম এম রবিউল ইসলাম, প্রমূখ।
খেলার মধ্যোকার সময়ে আমন্ত্রিত অতিথিদের ফুলদিয়ে বরণ করে নিলেন বেসিক ফুটবল একাডিমের খেলয়ার বৃন্দ। খেলার নির্ধারিত সময়ের মধ্যে সাতক্ষীরা নারী ফুটবল একাদশ কে ১/০গোলে পরিজিত করে বেসিক ফুটবল নারী একাদশ জয়লাভ করে।