উপকূলের সুবিধাবঞ্চিত রোজাদার জনগোষ্ঠীর মাঝে প্রান্তিক হাসিমুখের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের প্রান্তিক, অসহায়, নিম্নবৃত্তের মাঝে বুধবার ২৭(মার্চ) সকাল ১০টায় আটুলিয় ইউনিয়ন পরিষদ চত্বরে, সামাজিক সচেতনতামূলক স্বেচ্ছাসেবী সংগঠন প্রান্তিক হাসিমুখের সদস্যদের অক্লান্ত প্রচেষ্টায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ’র আর্থিক সহযোগিতায় প্রায় পাঁচ শতাধিক ব্যক্তির মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এই ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচীটি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ শরিফুল আলম শপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস,এম. আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম. আব্দুর রহমান, আটুলিয়া ইউপি চেয়ারম্যান মো. আবু সালেহ বাবু, (এন জি এফ) এর নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ মো. ইকরামুল কবির (বাবলু), নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এম. আবু বকর সিদ্দিক, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, উপজেলা আওয়ামিলীগের সদস্য মো. মারুফ বিল্লাহ, বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মো. একরামুল কবির, প্রমুখ। বক্তব্য শেষে অতিথিরা সুবিধাবঞ্চিত রোজাদার জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রান্তিক হাসিমুখের অন্যতম সদস্য মো. আসলাম হোসেন।