শ্যামনগর উপজেলার ৮১ নং দক্ষিণ বড়কুপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিদ্যালয়ে না থাকার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ে উপস্থিত না হয়ে ব্যক্তিগত কাজে তিনি বিহিরে নওয়াবেঁকী বাজারে বিভিন্ন কাজ কর্মে ব্যস্ত থাকেন বলে জানাযায়।
ঘটনাটি সোমবার (১২ ফেব্রয়ারী) বেলা ১১ টার দিকের। যদিও অভিযুক্ত প্রধান শিক্ষক অশুতোষ কুমার মন্ডলের দাবি তিনি শিক্ষা অফিস কে জানিয়ে বাহিরে কাজে গিয়েছিলেন খেলার পুরস্কারের বিষয়ে।
স্থানীয়দের অভিযোগ দক্ষিণ বড়কুপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমবার সকালে স্কুলে স্বাক্ষর করে চলে যায়, আবার কোনদিন দেরিতে এসে স্বাক্ষর করার অভিযোগ তার বিরুদ্ধে, বাড়ির কাছাকাছি বিদ্যালয় হওয়ার সুবাধে প্রায় সময় বিদ্যালয় পরিচালনার দায়িত্ব পালন না করে অফিসিয়াল কাজের কথা বলে উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যায় ।
নির্ভরযোগ্য কয়েকটি সূত্র জানায় বুধবার সকালে বিদ্যালয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে অশুতোস মন্ডল নওয়াবেঁকী বাজারে সরস্বতী পূজা জন্য কেনাকাটা সহ বাড়ির বাজার করার কাজ শেষ করে পরবর্তীতে স্কুলের দিকে রওনা হয়,সময় প্রায় ১টা।
এলাকাবাসী জানায় এভাবেই চলে দক্ষিণ বড় কুপট সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার মানুষ কিছু বলতে গেলেই তাদের উপরে চড়াও হয় আবার প্রধান শিক্ষকের অপর মহলে যোগাযোগ থাকায় দিনের পর দিন ঠিকমতো দায়িত্ব পালন কিংবা পাঠদানের ক্ষেত্রে খামখেয়ালিপনা করে থাকে।
এসব বিষয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহুরুল ইসলাম বলেন ওই বিষয় টি দেখছি।
এদিকে অভিভাবকরা প্রধান শিক্ষকের অনুপস্থিত বিষয়টিকে গুরুত্বসহকারে দেখার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের আন্তরিকতা আজ থেকে কামনা করেন