সাতক্ষীরার শ্যামনগরে প্রতিবেশগত সংকটপন্ন এলাকা ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৫ জানুয়ারি বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন সভাপতিত্বে ।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, সুন্দরবন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, সুশিলনের সহকারী পরিচালক মনির হোসেন।
উপস্থিত ছিলেন কাশিমাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আনিছুর জ্জামান আনিছ, চেয়ারম্যান এ্যাডঃ জিএম শুকুর আলী, চেয়ারম্যান অসীম কুমার মৃধা, চেয়ারম্যান শেখ আল মামুন, চেয়ারম্যান আবু সালেহ বাবু , সাংবাদিক শেখ আফজালুল রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, চেয়ারম্যান, এনজিও কর্মীরা এলাকার অন্যরকম পরিবেশগত সমস্যা তুলে ধরে বক্তব্য দেন।
১৯৯৯ এসিও ঘোষণা করা হলেও অদ্যবধি, কোন কার্যক্রম না হলেও সমস্যা সমাধানে
উত্তরণের জন্য ক্রিটিকাল অবস্থা থেকে উত্তরণের জন্য কোন পদক্ষেপ গ্রহণ না করায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা খব প্রকাশ করেন।