শেরপুরের শ্রীবরদীতে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) বিকালে উপজেলার কুরুয়া আদর্শ প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে ও রিয়াল এ্যাডমিরাল খুরশেদ আলম (অবঃ) সচিব বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয় ও সভাপতি হালিমা আহসান টেকনিক্যাল (বিএম) এর সহযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন ও গরীব ৫০ জন শিক্ষার্থীর মাঝে শীত বস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে কুরুয়া আদর্শ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ও হালিমা আহসান টেকনিক্যাল (বিএম) এর ভারপ্রাপ্ত অধ্যাপক আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য কুরুয়া আদর্শ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা পারভীন, সহকারি শিক্ষক আঞ্জুমনি, আঁখি আক্তার ও অভিভাবক সদস্য লিটন প্রমুখ। আলোচনা শেষে ওই বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে খাবার ও সবচেয়ে গরীব ৫০ জনকে শীত বস্ত্র বিতরণ করা হয়। এসময় সকল শিক্ষার্থীর অভিভাবক উপস্থিত ছিলেন।