সাতক্ষীরার পৌর বিএনপির সদস্য সচিব, পৌর সভার মেয়র তাসকিন আহমেদ চিশতির নাশকতা মামলায় জামিন আবেদন না’মজ্ঞুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
তার বিরুদ্ধে ২৪ ডিসেম্বর ২০২২ সালে সাতক্ষীরা সদর থানায় নাশকতার মামলা হয় যার নং জি আর ৯৬২, উল্লেখ্য ঐ মামলায় তিনি ১৭ নং আসামী এবং পৌর মেয়র তাসকিন আহমেদ চিসতি মহান্য হাই কোট থেকে ৪২ দিনের জামিনে ছিলেন। তিনি আইনজীবীর মাধ্যমে জামিনের প্রার্থনা করে মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে। আদালতের বিচারক তার জামিন আবেদন না’মজ্ঞুর করেন।
পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি শহরের কামালনগর এলাকার বাসিন্দা। তিনি টানা দ্বিতীয়বারের মত সাতক্ষীরা পৌর মেয়রের দায়িত্ব পালন করছেন।
সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক ও উক্ত মামলার আইনজীবী অ্যাড.সৈয়দ ইফতেখার আলী জানান, সাতক্ষীরা সদর থানার ষড়যন্ত্রমূলক নাশকতার একটি মামলায় আদালতে জামিনের আবেদন জানানো হয়। আদালত জামিন না’মজ্ঞুর করে বিএনপি নেতা চিশতিকে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছেন।