পিএআর প্রকল্পের শেয়ারিং মিটিং অনুষ্ঠিত,
সাতক্ষীরা জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে
২৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় নওয়াকেঁকী গণমুখী ফাউন্ডেশনের আয়োজনে ক্রিশ্চিয়ান এইড – এর অর্থায়নে পিএআর প্রকল্পের অধীনে প্রকল্প কাজের অগ্রগতি বিষয়ক একটি শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে শেয়ারিং সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রেজা রশীদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা পুনবাসন কর্মকর্ত, জেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল বাছির, জেলা কৃষি কর্তা হারুন রশিদ ও সহ অন্যান্য দপ্তরের প্রধান গুল সহ প্রকল্প বাস্তবায়ন কারী সংগঠনের ছকিনা পারভীন, শেফালী বিবি, প্রতিমা মিস্ত্রী। সমগ্র সভাটি পরিচালনা করে
প্রকল্প সমন্বয় কারি শাহ ইলিয়াস ও ফ্যাসিলিটেটর শেখ নূরুল হক।