: দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদে ঘূর্ণিঝড় “মোচা” প্রতিরোধে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্য্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে ইউপি সচিব আব্দুল হাকিমের সঞ্চলনায় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, এমজেএফ’র নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, ১নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল আলিম, ২ নং ওয়ার্ড ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুর রাকিব, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য গোলাম ফারুক, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য রবিউল ইসলাম, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য নবাব আলী, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য অসিম কুমার ঘোষ, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলাম, সংরক্ষিত ইউপি সদস্য নুর বানু কাদেরী ও ফারহানা পারভীন মুক্তি প্রমুখ। এসময় ঘূর্নিঝড় মোকাবিলায় ওয়ার্ড পর্যায়ে স্বেচ্ছাসেবক কমিটি গঠন, মেডিকেল টিমের সাথে যোগাযোগ রাখা, উদ্ধার টিম প্রস্তুত রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া নদী উপকূলীয় এলাকার ঝুঁকিপূর্ণ গ্রামগুলোর মানুষদের আশ্রয় কেন্দ্র বা সাইক্লোন সেল্টারে অবস্থান নিতে সচেতনতা সৃষ্টি ও মাইকিং করার আদেশ প্রদান করা হয়। এছাড়া স্থানীয় ভাবে খাবার, বিশুদ্ধ পানির সুব্যবস্থার বিষয়েও আলোচনা করা হয়।