যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় পানিতে ডুবে একই পরিবারের ২শিশুর, মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সুরাইয়া (২) ও সুমাইয়া (৩) ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমরা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আপন দুই সহোদর ইউসুফ ও ইয়ামিনের কন্যা।
জানা গেছে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টার সময় সুমাইয়া ও সুরাইয়া তাদের দাদা, দাদী ও মায়ের সাথে পুকুরে মাছ ধরতে যায়। তারা পুকুরের পাড়ে দাঁড়িয়ে ছিল। কিন্তু কিছুক্ষণ পরে তাদেরকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে দাদা-দাদী ও মা। কিছু সময় পরে তাদের দুই বোনের লাশ পাশের পুকুরে ভেসে থাকতে দেখা যায়। একই পরিবারের দুই শিশুর করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এই রিপোর্ট লেখা পর্যন্ত শিশু দুটির মরদেহ তাদের বাড়িতে নিয়ে যায় ।অন্যদিকে এই সংবাদ শুনেতাদের প্রবাসী পিতা দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে। শিশুর লাশ দেখার জন্য তার বাড়িতে দুর দুরন্ত থেকে মানুষ ভিড় করছে।