সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের কুলতলী কমিউনিটি ক্লিনিকের ভলেন্টিয়ার পদে দুইজনকে নিয়োগের মাধ্যমে সিলেক্ট হয়। আব্দুর রহমার ও পারভিন আক্তার সাথী ভলেন্টিয়ার পদে নিয়োগ পান কুলতলী কমিউনিটি ক্লিনিকে। কিছুদিন পরে ভলেন্টিয়ার পদে কর্মরত থাকা অবস্থায় আব্দুর রহমানকে নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় পিয়ন পদে চাকরি হয়। পরবর্তীতে আশলতা মাধ্যমিক বিদ্যালয়ে পিয়ন হিসেবে জয়েন করে। একই ব্যক্তি দুই প্রতিষ্ঠান থেকে বেতন উত্তোলন করে যাচ্ছে। আর এই সুযোগটা দিচ্ছে, কুলতলী কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত আব্দুল্লাহ। নাম প্রকাশে অনিচ্ছুক কমিউনিটি ক্লিনিকের আশপাশের কিছু ব্যক্তি বলেন ভলেন্টিয়ার পদে কর্মরত থাকা আব্দুর রহমান ও পারভিন আক্তার সাথীকে প্রতিনিয়ত সুযোগ দিয়ে যাচ্ছে আব্দুর রহমান সরকারি চাকরিতে কর্মরত রয়েছে পারভিন আক্তার সাথী দীর্ঘদিন ধরে কমিউনিটি ক্লিনিকে আসে না কুলতলী কমিউনিটি ক্লিনিকে থাকা দায়িত্বরত আব্দুল্লাহকে ম্যানেজ করে কুলতলী কমিউনিটি ক্লিনিক এর ভলেন্টিয়ার পদে থাকা এই দুই ব্যক্তি সুযোগ ব্যবহার করে যাচ্ছে । এ বিষয়ে কুলতলী কমিউনিটি ক্লিনিকের C.H.C.P দায়িত্বরত আব্দুল্লাহ বলেন এদের তো জুন মাসে চাকরি শেষ এরপরও এদের বাদ দেওয়ার জন্য দরখাস্ত দেওয়া হয়েছে এখন যে কোন অবস্থায় আছে এটা আমি খাতা না দেখে বলতে পারবো না।কমিউনিটি MHV দায়িত্বরত আব্দুর রহমান বলেন দেখা করেন কথা হবে।