বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নূরনগর ইউনিয়ন ছাত্রদল আজ (১ জানুয়ারি, ২০২৫) সন্ধ্যায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ছাত্রদলের নেতা রুবেল আহমেদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. শাকির আহমেদ। এছাড়া নূরনগর ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ, যার মধ্যে সাগর হোসেন, ইয়াসিন আলী, আসিফ হোসেন উল্লেখযোগ্য, উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিনও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ছাত্রদলের দীর্ঘ ৪৬ বছরের সংগ্রামী ইতিহাস ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দলটির অবদানের কথা তুলে ধরেন। তারা ভবিষ্যতে আরও ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অবদান রাখার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং নূরনগর ইউনিয়নের ছাত্রদলের নেতা-কর্মীরা এ আয়োজনের মাধ্যমে দলীয় ঐতিহ্য ও মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।