ফাইল ছবি
শ্যামনগর উপজেলার ০৪ নং নূরনগর ইউনিয়নের দেওড়াবাড়ী নূরনগরে অবৈধ ভাবে সঞ্চয় ও ঋণ পাস বই ( Poor Development Foundation Of Bangladesh পি.ডি.এফ.বি) এই নামীয় খুলে আব্দুর রশিদ নিজে মালিক সেজে গ্রাহকদের বিভিন্ন হয়রানি করছে বলে অভিযোগ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর
অভিযোগ কারি একই গ্রামের মৃত কাশেম গাজী পুত্র
মোঃ ফরিদ আহমেদ।
তার অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা যায় । মৃত্যু আতিয়ার রহমানের পুত্র( মোঃ আব্দুর রশিদ) সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে অবৈধভাবে অনুমোদন বিহীন পি.ডি.এফ.বি ব্যবসায়িক সঞ্চয় ও ঋণ পাস বই খুলে গ্রাহকদের নিকট ভুল বুজিয়ে অতিরিক্ত সুদের টাকা হাতিয়ে হাতিয়ে নিচ্ছে।
অভিযোগে আরো বলেন, আব্দুর রশিদ একজন সুদ ব্যবসায়ী সে, পি.ডি.এফ.বি নামীয় একটি সংগঠন খুলেছে। সেই সংগঠনে প্রতি লাখে ঋণের বিপরীতে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা হাতিয়ে নিচ্ছে। তাছাড়া বিবাদীর সংগঠনটি সমাজ কল্যাণ মন্ত্রনালয় থেকে অনুমোদন করে নাই। উক্ত সংগঠনের নাম করন করেছে Poor Development Foundation Of Bangladesh (পি.ডি.এফ.বি)। উক্ত সংগঠন থেকে আমি সহ আমার স্ত্রী সাবিনা ইয়াসমিন যৌথ ভাবে উক্ত সংগঠনে ২টি সঞ্চয় ও ঋণ পাশ বই খুলি ।
আর্থিক অভাব অনাটনের কারনে প্রথমে ৪০,০০০/- টাকা এবং পরবর্তীতে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ঋ নিয়েছি। উক্ত ঋণের বিপরীতে বিবাদী আমার নিকট হতে বিভিন্ন সময়ে তিনটি চেকের পাতা ও নন জুডিশিয়াল ষ্ট্যাম্প নিয়েছে। উক্ত ঋণের আসল টাকা ইতিপূর্বে পরিশোধ করেছি। বর্তমানে বিবাদী অতিরিক্ত সুদের টাকার দাবীতে আমাকে বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি সহ ভয়-ভীতি হুমকি ধামকি অব্যাহত রেখেছে। যাহার ফলে আমি এলাকা ছাড়া হয়ে অসহায় অবস্থায় অতিকষ্টে মানবেতর জীবন যাপন করছি। বিবাদী সহ তাহার লোকজন আমার বাড়ীতে যেয়ে ব্যবহৃত কাড়িয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এমতাবস্থায় আমি কোন উপায় না পেয়ে গাড়ীটি বিক্রয় করে দিয়েছি এবং পরিবার পরিজন নিয়ে অসহায় অবস্থায় দিন অতিবাহিত করছি বর্তমানে বিবাদী আমার নামে চেক ও ষ্ট্যাম্প বুনিয়াদে মিথ্যা মামলা করার পায়তারা করছে। এভাবে এলাকার নিরীহ, অসহায় ব্যক্তিদের ভুল বুঝিয়ে ঋণ করিয়ে লক্ষ লক্ষ সুদের টাকা হাতিয়ে নিয়ে। বিবাদী এই সমিতি চালু করার পূর্বে নূরনগর মাছের সেটে পানি বহন কাজে নিয়োজিত ছিল। কিন্তু বর্তমানে গরীব, অসহায় ব্যক্তিদের শোষন করে সুদের টাকায় বিলাসিতায় দিন অতিবাহিত করছে। সে কারনে বিবাদীর অন্যায় অত্যাচারের কবল থেকে পরিত্রান পেয়ে সমাজে শান্তিতে বসবাস করতে পারে এজন্য শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করছেন অসহায় পরিবার।
এবিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যবহৃত ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি
এবিষয়ে সঞ্চয় ও ঋণ পাস বই ( Poor Development Foundation Of Bangladesh পি.ডি.এফ.বি) মালিক আব্দুর রশিদ এর ব্যবহৃত ফোনে বারবার কল হলেও রিসিভ করিনি ।