জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম নীলাকাশ টুডের সম্পাদক ও প্রকাশক নুরুজ্জামান সাংবাদিক সংস্থা যশোরের শার্শা উপজেলা শাখার নিজস্ব অফিস কার্যালয়ে আসলে জে,এস,এসের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ৬ ই ফেব্রুয়ারি সকাল ১১ টার দিকে জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার কর্মরত সকল সাংবাদিকের উপস্থিতিতে সিনিয়র সহ সভাপতি আঃ জলিলের সঞ্চালনায় ও সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার উদ্যোগে অনলাইন সংবাদ মাধ্যম নীলাকাশ টুডে এর সম্পাদক মোঃ নুরুজ্জামান কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। উক্ত সংবর্ধনা ও মতবিনিময় সভাটি জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলাকাশ টুডে সম্পাদক মোঃ নুরুজ্জামান। প্রধান অতিথি তার বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিকদের উর্দেশ্যে বলেন সাংবাদিকতা করতে গেলে দুইটা জিনিস বড় প্রয়োজন এক সততা আর সাহসিকতা।
তিনি জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার সকল কর্মরত সাংবাদিক দের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। উক্ত অনুষ্ঠানের সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন বিশ্বাস বলেন, নির্যাতিত সাংবাদিকদের আশ্রয়স্থল জাতীয় সাংবাদিক সংস্থা। শার্শা উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থা নির্ভেজাল দুর্নীতিমুক্ত সংবাদ কর্মীগণ কাজ করেন। আমরা আপনাকে আমাদের মাঝে পেয়ে গর্বিত আনন্দিত। আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক শ্রী নয়ন চন্দ্র হালদার, দপ্তর সম্পাদক শেখ মফিজুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার অন্যতম সদস্য সাংবাদিক ও সামাজিক ব্যক্তিত্ব ও নীলাকাশ টুডে এর প্রতিনিধি মোঃ আশরাফুল আলম উজ্জ্বল, আরও উপস্থিত ছিলেন মোঃ বাবুল, সাংবাদিক মোঃ আবু সাঈদ, মোঃ জসিম, মোঃ বাদল, মোঃ জুয়েল, মোঃ আজগর, মোঃ আমিনুর রহমান, মোঃ জিয়াউর রহমানসহ কর্মরত সাংবাদিক বৃন্দ, উক্ত অনুষ্ঠানের সভাপতি ভাষা শহীদদের রুহের মাগফের কামনার মধ্য দিয়ে আলোচনা সভা শেষ করেন।