সাতক্ষীরার শ্যামনগরে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি কতৃক বিগত ২০২০ সালের সেপ্টেম্বর মাস হতে ২০২৩ সালের জুলাই মাস পর্যন্ত মালিকবিহীন অবস্থায় আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
৭ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি মাঠ প্রাঙ্গণে ২০৭৪ বোতল মদ, ৯৬২১ বোতল ফেন্সিডিল, ৭২৪৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২ লিটার বাংলা মদ, ১ বোতল বিয়ার, ০.১০০ কেজি তামাক, ৬৫৭৬৯ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, ১.৮০০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৬ প্যাকেট ভারতীয় ব্লাক হুইস্কি রুলার চাপা দিয়ে ও পুড়িয়ে ধ্বংস করা হয়।
নীলডুমুর ব্যাটেলিয়ান ১৭ বিজিবির সহকারী পরিচালক শাহ খালেদ ইমাম এর সঞ্চালনায় মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি নীলডুমুর ব্যাটেলিয়ান ১৭ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মোঃ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলার পরিদর্শক মোঃ তাজুল ইসলাম, শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, সহকারী রাজস্ব কর্মকর্তা চৌধুরী গোলাম হাসনায়েন। এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের হিসাব রক্ষক আব্দুল ওয়াজেদ খান চৌধুরী সহ নীলডুমুর ব্যাটালিয়নের সদস্য বৃন্দ