নার্সদের প্রতি অসৌজন্যমূলক আচরণ ও নার্সিং পেশা নিয়ে কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের একদফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সদর হাসপাতাল নার্সিং কর্মকর্তাদের আয়োজনে শনিবার বেলা ১১টায় সদর হাসপাতালের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, নার্সিং ইন্সটেক্টর চঞ্চলা রানি।
বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে বক্তব্য রাখেন, নাহিদ আফরোজ, নাহিদ পারভেজ, সুরাইয়া আলিম, সিনিয়র স্টাফ নার্স আরিফুজ্জামান, মঞ্জুরানী দেবনাথসহ অন্যান্যরা।
বক্তারা এ সময় অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরকে পদত্যাগের জোর দাবী জানান। দ্রæত সময়ের মধ্যে তাকে পদত্যাগ করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন বক্তারা।
একয় ভাবে মানববন্ধন করেছে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার লতিফ হাসিনা, সিনিয়র নার্স গীতা নারী মন্ডল, খালেদা বানু, শিউলি বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের অপসারন ও মিডওয়াফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে উচ্চ শিক্ষিত,দক্ষ ও অভিজ্ঞ নার্স পদায়ন করতে হবে। তা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।