নলতা এজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে অগ্নি নির্বাপন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ ফায়ার ষ্টেশন সেন্টারের উদ্যোগে নলতা এজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের দাতা সদস্য ও নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনিছুজ্জামান খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এম.জে.এফ’র নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম। কালিগঞ্জ ফায়ার ষ্টেশনের লিডার সরদার আব্দুল হান্নানের নেতৃত্বে এসএফ শেখ জাকির হোসেন, এফএফ দেবু বিশ্বাস, মাসুদ রানা, মামুন হোসেন, সোহাগ হোসেন, নলতা এজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, শিক্ষক আরিফুল ইসলাম, আরিফ হোসেন, সাদ্দাম হোসেন, জেনিয়া মেহেরুন, উম্মে শাখওয়া শারমিন রানী, রহিমা খাতুন উপস্থিত ছিলেন। এসময় কালিগঞ্জ ফায়ার ষ্টেশন সেন্টারের কর্মকর্তারা উপস্থিত থেকে নলতা এজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের অগ্নি নির্বাপন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।