সাতক্ষীরার শ্যামনগরে মুন্সিগঞ্জ উত্তর কদমতলায় শ্রী শ্রী কৃষ্ণের রাস মন্দির কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য, জেলা পরিষদ সাতক্ষীরা – ০৩ শ্রীমতি শিল্পী রানী মৃধা কে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর রবিবার সন্ধ্যা ৭টায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ উত্তর কদমতলা বাউলিয়া ভবনে রাস পূজা কমিটির সভাপতি তপন কুমার মন্ডল। দক্ষিণ বাংলার ঐতিহাসিক পীঠস্থান যশোরেশ্বরী পাদপীঠের পূর্ব আঁচলায়তন মুন্সীগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী রাসমন্দির প্রাঙ্গনে জেলা পরিষদের নব নির্বাচিত মহিলা সমস্য শিল্পী মৃধা,র শুভাগমন উপলক্ষে রাস পূজা উপযাপন কমিটির পক্ষ থেকে সম্মানিত অতিথি হাতে মানপত্র তুলে দেন পূজা কমিটির সদস্য মন্ডলী। মানপত্র পাঠ করে শোনান দক্ষিণ বাংলার ধর্ম প্রচারক সুবক্তা প্রদীপ কুমার মন্ডল বাদল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, সংরক্ষিত নারী আসেন সদস্য প্যানেল চেয়ারম্যাম নিপা চক্রবতী নিপা, উৎপল জোয়াদ্দার, কাজল কান্তি সরদার, জিয়াউর রহমান, মুন্সীগঞ্জ ডিগ্র কলেজের তাপস মন্ডল, ইউ পি সদস্য ১ নং ওয়ার্ড হরিরদাস হালদার, দেবাশিষ গায়েন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপানী বিদ্যাপীঠের সাবেক প্রধান শিক্ষক ধনুঞ্জয় মিস্ত্রি, শিক্ষক চন্দন মিস্ত্রি, পূজা কমিটির সাধারণ সম্পাদক নির্মালিন্দু মৃধা, কোষাধ্যক্ষ রবীন্দ্রনাথ মন্ডল, ডাঃ বিকাশ রপ্তন। এছাড়া রাস পূজা উপলক্ষে উত্তর কদমতলায় (বাউলিয়া ভবনে) আগামী কাল থেকে দুই দিনব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তন।