নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষার ফল প্রকাশ
সাতক্ষীরার শ্যামনগর সদরের নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) ১১ টায় নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে পরিক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মুহাম্মাদ আব্দুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন ও পুরস্কার বিতরণ করেন শ্যামনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন।
পুরস্কার বিতরণ শেষে কৃতি সম্মাননা প্রদান করা হয় নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১১ সালের শিক্ষার্থী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) প্রভাষক (গণিত) মোঃ নাহিদ হাসান সজল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিজ মিঞা, জোবেদা সহারাব মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আব্দুর ছাত্তার, সরকারি মহাসিন কলেজের প্রভাষক মনিরুল ইসলাম, আতরজান মহিলা মহাবিদ্যালয় প্রভাষক মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা।
অতিথিরা বক্তব্যে শিক্ষা শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি, ভবন তৈরি, শিক্ষা উপকরণ বিতরণ সহ শিক্ষা খাতে বর্তমান সরকারের উন্নয়ন সফলতা তুলে ধরেন।