সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজারে অভিযান চালিয়েছে (নির্বাহী ম্যাজিস্ট্রেট) শ্যামনগর উপজেলা নিবার্হী অফিসার মোঃ আক্তার হোসেন।
রবিবার (৯ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা নওয়াবেঁকী বাস স্টান্ড ও বাজারে অভিযান পরিচালনা করেন ।
নওয়াবেঁকী বাজারে ৪ টি দোকানে ২০০০ টাকা ও বাজার সংলগ্ন এলাকায় ডাম্পার চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন বলে নিশ্চিত করেন। আরো জানান, বাগদা চিংড়ী বহনকারী তিনটি ট্রাকে অভিযান করে কোন পুশের ঘটনা পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আক্তার হোসেন বলেন, রাষ্ট্রীয় সম্পদ বাগদা চিংড়ি মাছে অপদ্রব্য পুশ ও ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে ।
উপজেলা প্রশাসনের অভিযানের সময় শ্যামনগর থানা পুলিশের কর্মকর্তা ও ইস্থানিয় গন্যমান্য ব্যক্তি অন্যান্য রা উপস্থিত ছিলেন।