সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যানের আয়োজনে উপজেলার সমস্ত খালে অবৈধভাবে দেওয়া জাল ও নেট পাঠা অপসারণ ও মাছ চাষের এলাকা নিদ্ধারনে এর মতবিনিময় সভা ও সমাবেশে অনুষ্ঠিত। মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আখতার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাহিনূল ইসলাম, সহ সুধীজন। বক্তাগন বলেন যেখানে মাছ চাষ করা যায় সেখানে মাছ চাষ, যেখানে ধান চাষ করা যায় সেখানে ধান চাষ করতে হবে। এছাড়া আগামী ১ তারিখের মধ্যে উপজেলার সরকারি সমস্ত খাস খালের অবৈধ নেট পাটা অপসারণ করা হবে। এ ছাড়া উন্নতমানের ধান চাষের বীজ সরবরাহ করে কৃষককে অধিক ফসল ফলানোর ব্যবস্থা করা হবে।