সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূল প্রত্যন্ত অঞ্চল দ্বীপ ইউনিয়ন গাবুরার রাস্তাত পেয়ে খুশি এলাকার হাজার হাজার মানুষ। গাবুরায় চলাচলের প্রধান সড়ক রাস্তার উদ্বোধন হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায়। রাস্তার কজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সদস্য এস এম আতাউল হক দোলন এমপি। প্রধান অতিথিত তার বক্তব্যে জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রায় ২ কোটি ৮০ লাখ ৫৯ হাজার ৬৪৩ টাকা ব্যয়ে গাবুরার ডুমুরিয়া বাজার থেকে পার্শ্বেমারী খেয়াঘাট কিয়ার (আংশিক) ৩০০০ মিটার ডাবল ইট সোলিং রাস্তার কাজ উদ্বোধন করেন তিনি। এ সময় নতুন এমপি কে সুন্দরবন বিস্তৃত দ্বিতীয় নিয়ান্নের দুর্যোগ কবলিত গাবুরার পক্ষথেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় বাসিন্দারা। এসময় উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জনাব সাইদুজ্জামান সাইদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালিদা আইয়ুব ডলি, জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্মকর্তা জাকির হোসেন, গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জ্বি এম মাছুদুল আলম, প্যানেল চেয়ারম্যান রবিউল ইসলাম, শ্যামনগর উপজেলা কৃষক লীগ সভাপতি জনাব মুনজুর এলাহী সহ ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ সহযোগী সাংগঠন নেতৃবৃন্দ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। এ সময় এস এম আতাউল হক দোলন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থতা কামনায় দোয়া চান।