দেবহাটার নওয়াপাড়ায় বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ে দেওয়া নামে অর্থ আদায়কারী কায়ুম হোসেন নামের যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন।
বুধবার ওই যুবককে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে আটক করে উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়। আটক হওয়া যুবকের বাড়ি উপজেলার বেজরআইট গ্রামে। সে ওই গ্রামের সোহারাব হোসেনের ছেলে।
উল্লেখ্য, আটক কায়ুম তার এলাকায় অসহায় মানুষদের সরকারী সহায়তা ভিজিডি, রেশন কার্ড, ভিজিএফসহ বিভিন্ন তালিকায় নাম প্রদান করার প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে অর্থ আদায় করে প্রতারণা করে আসছিলেন। ভূক্তভোগীরা বিষয়টি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীকে জানান। চেয়ারম্যান ভূক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে ইউনিয়ন পরিষদে ডেকে পাঠান। টাকা আদায়ের বিষয়ে ধরা খেয়ে ইউনিয়ন পরিষদে এসে ঐ যুবক প্রতারনার কথা শিকার করেন। পরে তাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসা হয়।
এঘটনায় প্রতারনায় জড়িত যুবককে অর্থ আদায়ের বিষয়ে কারণ দর্শণের জন্য নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। ভবিষতে এমন কাজে কখনোই সম্পৃক্ত হবে না বলে লিখিত অঙ্গিকারনামা প্রদান করেন কায়ুম হোসেন।