দেবহাটার উপজেলার যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বরিবার (১৪ জুলাই) ১০ টায় দেবহাটা উপজেলার পারুলিয়া সাগরসাহা মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে রূপান্তরের আস্থা প্রকল্পের আয়োজনে নাগরিক প্লাটফর্ম এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা যুব ফোরামের সদস্য রিফায়েত হোসেন এর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের সম্মানিত সদস্য হাফেজ আব্দুস সাত্তার ও দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম। প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায় এর সঞ্চালনায় সভায় মূল বিষয়বস্ত উপস্থাপন করেন জেলা সমন্বয়কারী মাসুদ রানা। আগামীতে এলাকায় কোনো ধরণের অসদাচরণ বা অনিয়মের ঘটনা ঘটলে অংগ্রহণকারীরা হুইসেল ব্লোয়ার হিসেবে ভ‚মিকা পালন করার প্রত্যয় ব্যাক্ত করেন।