শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষ পেয়েছে নোঙর ফাউন্ডেশনের উষ্ণতার ছোঁয়া। বুধবার দুপুরে নাংলা বাজারে অবস্থিত ফাউন্ডেশনের অফিস চত্তরে শীতবস্ত্র বিতরণ করেছে সংস্থাটি।
ফাউন্ডেশনের সভাপতি মু. আব্দুল কাদেরের সঞ্চলনায় উপদেষ্টা এনামুল হক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক সন্তোষ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন ও নওয়াপাড়া সিদ্দিকীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মোহাম্মাদ আবু সাঈদ। আমন্ত্রিত অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়নের ৭, ৮, ও ৯ নং ওয়ার্ডের সদস্য ও সদস্যা বৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নোঙর ফাউন্ডেশন প্রান্তিক এলাকার জনসাধারণের জন্য যা করছে তা খুবই প্রসংশনীয়। সমাজ উন্নয়নে এ ধরণের প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান। অন্যান্য অতিথিরা বলেন নোঙর ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ সমাজসেবায় আমাদেরকেও উদ্বুদ্ধ করেছে।
উল্লেখ্য, নোঙর ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণমূলক সংগঠন। আর্তমানবতার সেবা, দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা, বহুমুখী শিক্ষায়ন কর্মসূচি, ত্রাণ বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানসহ নানাবিধ সামাজিক কর্মকান্ডের মাধ্যমে সমৃদ্ধ সমাজ বিনির্মানের অবিরাম প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে।