এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন নোঙর ফাউন্ডেশন। সোমবার ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে নোঙর ফাউন্ডেশনের আয়োজনে ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি ও হাসান ফুড এন্ড বেভারেজের সহযোগীতায় এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে নোঙর ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদের’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, ইসলামি ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান, ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি ও হাসান ফুড এন্ড বেভারেজের চেয়ারম্যান আবু হাসান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল হোসেন, ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুল রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নোঙর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ২৫২ জন ছাত্র-ছাত্রীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।