দেবহাটার খেজুরবাড়িয়ায় আল ফুরকান দাওয়াহ্ একাডেমী ও এতিমখানার উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। দেবহাটার পারুলিয়া খেজুর বাড়িয়া দক্ষিণপাড়া গ্রামে ৩ মার্চ, ২৩ ইং বিকাল সাড়ে ৪টায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির এই মাদ্রাসাটির উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ সচিব আকবর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন মোল্লা, সালাউদ্দিন আহমেদ প্রমুখ।