সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং পোলা গ্রামে দীর্ঘ ৫০ বছরের ভোগ দখলীয় সম্পত্তি দখল করাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত হয়েছে তিনি জন।
আহতরা হলেন গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মৃত সুলতান গাজীর ছেলে মোঃ হযরত নুর গাজী (৫৫)মোঃ আলতাফ হোসেন (৪৫) মোঃ হযরত নুর গাজীর ছেলে আব্দুল করিম (২৭) বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এজাহার সূত্রে জানা যায়,শুক্রবার ৪টা নভেম্বর বেলা আনুমানিক ১.৩০মিনিটের দিকে দীর্ঘদিনের ভোগ দখলীয় পুকুরে হযরত নুর গাজী মাছ ধরার সময় প্রতিপক্ষরা একজোট হয়ে দা লাঠি লোহার রড দ্বারা এলোপাতাড়ি মারধর শুরু করে,তার ডাক চিৎকারে মোঃ আলতাফ হোসেন ও আব্দুল করিম ঠেকাতে গেলে আসামিরা এক জোটে তাদেরকে রড ও দাদারা এলোপাতাড়ি মারধর করে।
উক্ত ঘটনা হযরত নুর গাজীর ছেলে আব্দুল করিম বাদী হয়ে ৭জন আসামি করে শ্যামনগর থানায় এজাহার দাখিল করেছেন এজারভুক্ত আসামিরা হলেন গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের রূপচাঁদ গাজীর ছেলে শাহিনুর আলম (৪৫) কাদের গাজীর ছেলে হোসেন আলী(২০) রূপচাঁদ গাজীর ছেলে কাদের গাজী (৫৫) মজিদ গাজীর ছেলে ইব্রাহিম (২৪) শাহিনুর ইসলাম এর স্ত্রী মোছাঃ শেফালী খাতুন (৩৮) কাদের গাজীর স্ত্রী মোছাঃ আরেক বিবি(৪০)সহ আরো অনেকে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।