গরিব দিন মুজুর পিতার এক মাত্র সন্তান ইটের ভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করে।
ইটের ভাটায় কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এনাম মেডিকেলে সাভার ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
ডাক্তার বলেছে মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে এখনো তিন সপ্তাহ মেডিকেলে রাখতে হবে এক লক্ষ আশি হাজার টাকা হাসপাতাল বিল হয়েছে এ পর্যন্ত,এখনো তিন সপ্তাহ হাসপাতালে রাখতে হবে, চিকিৎসা অনেক ব্যয়বহুল হাওয়ায় গরিব বাবার পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না,
কান্না করতে করতে পাগল প্রায় একমাত্র সন্তানকে বাঁচাতে পরিবারের পক্ষ থেকে সকল মানবিক ব্যক্তি ও সংগঠনের কাছে মানবিক সাহায্যের আবেদন করছে একজন অসহায় হতদরিদ্র পিতার এক মাএ সন্তান কে বাঁচাতে যে যা পারেন সামার্থ অনুযায়ী চিকিৎসা।
সহযোগিতায় এগিয়ে আসুন।
কোন সহৃদয়বান ব্যক্তি সহযোগিতা করতে চাইলে।
Bkash Nagad Parsonal 01303924835