দক্ষিণ কুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ১৮৬ নং দক্ষিণ কুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২১ শে ডিসেম্বর) বিকাল ৩ টায় ১৮৬ নং দক্ষিণ কুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৮৬ নং দক্ষিণ কুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ সভাপতি ,আবু বক্কার সিদ্দিক,সহ মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ গোলজার হোসেন খাঁন , মোঃ ইসমাইল হোসেন সাংবাদিক, অভিভাবক নাজমুল হাসান,লাভলু খাঁন,শায়ফুল ইসলাম, আব্দুল গনি খাঁন,আব্দুল মজিদ গাজী, আব্দুর ছবুর খাঁন, কুলতলি শেখ বাড়ি জামে মসজিদের ইমাম কারি আব্দর ছামাদ।
এ সময় বক্তারা বলেন জাতির মেরুদন্ড আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ এবং দেশ গড়ার কারিগর। এছাড়া ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
স্কুলের সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে সবাই পাস করেছেন পাসের হার ১০০%। ফল প্রকাশ অনুষ্ঠান শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, স্থান অধিকারী, পরিষ্কার পরিচ্ছন্নতা, ভদ্রতা, নিয়মিত স্কুলে উপস্থিত হওয়া সহ বৎস্য সেরা শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত অভিভাবক এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তি সহ সকল ছাত্র-ছাত্রীরা উপকূলীয় অঞ্চলের অবহেলিত গ্রামটি ভাঙ্গন কবলিত এবং দুর্যোগ প্রবন এলাকা হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ে একটি টেকসই সাইক্লোন সেন্টার নির্মাণের জোর দাবি জানান।