সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গত সোমবার (১২ ডিসেম্বর) রাত ১১টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) বিজয় কুমার মজুমদারের নেতৃত্বে সদস্যরা উপজেলার কৈখালী গ্রামে শাহাদত হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় শাহাদত হোসেনের ঘর তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের আগাম খবর টের পেয়ে আব্দুস সালাম গাজী নামে অপর এক মাদক কারবারী দৌড়ে পালিয়ে যায়।
আটক দুই মাদক ব্যবসায়ী হলো- শ্যামনগর উপজেলার উত্তর ফুলবাড়ী গ্রামের মৃত শেখ আব্দুস শহিদের ছেলে উজ্জ্বল শেখ এবং পশ্চিম কৈখালী গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে শাহাদত হোসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই বিজয় কুমার মজুমদার বলেন, ভারত থেকে গাঁজা পাচার করে বিক্রির সময় অভিযান চালিয়ে গাঁজাসহ ওই দুই মাদক কারবারীকে আটক করে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। শ্যামনগর থানার ওসি নুর ইসলাম বাদল বলেন, আটকবারীদের মাদক আইনে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।