সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা বাজার থেকে একটি পালসার মটরসাইকেলসহ ২চোর কে আটক করেছে জনতা । শুক্রবার রাতে তাদের আটকের পর পুলিশে সেপার্দ করে স্থানীয় জনতা। আটককৃতরা হল উপজেলার তৈলকুপি গ্রামের আরশাদ আলীর ছেলে আজহারুল(২৫), গনেশপুর গ্রামের জাফর আলীর ছেলে আশরাফুল ইসলাম মনা(২৬)।
স্থানীয়রা জানায় , রাতে জুজখোলা গ্রামের মিনারুল ইসলামের ব্যবহারিত লাল রঙের পালসার মটরসাইকেলটি চুরি করে গভীর রাতে পালানোর সময় কুমিরা বাজারের নাইট গার্ডের হাতে ধরা পড়ে দুই জন । এসময় মুল হোতা ইমরানসহ ২/৩ জন চোর পালিয়ে যেতে সক্ষম হয়।পরে তাদের উত্তম মধ্যম দিলে তারা চুরির কথা অপকটে স্বীকার করে। পরে আটক চোর ও জব্দ মোটরসাইকেলটি শনিবার সকালে পাটকেলঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, আটককৃত চোরদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।