ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সাতক্ষীরার মেধাবী শিক্ষার্থীদের সাথে ইফতার করলেন সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। গতকাল ২০ মার্চ বুধবার বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাবসায় অনুষদ অডিটোরিয়ামে ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজে নেতৃবৃন্দ, সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের
অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থী, আলেম ওলামায়ে কেরামগনের উপস্থিতিতে
সাতক্ষীরা জেলা ছাত্রকল্যান সমিতির সভাপতি মোঃ রিফাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। তিনি বলেন, মাহে রমজান পবিত্র মাস, এ মাস আত্মশুদ্ধি, অন্যের প্রতি সহমর্মিতা ও সহনশীল হতে শেখায়। পবিত্র এ মাস থেকে আমরা শিক্ষা নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা একসাথে মিলেমিশে কাজ করব। আজ আপনাদের সাথে ইফতার করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি ডিএমপি কামরুজ্জামান খোকন,
ওআইসি শাহাদাত হোসেন বীরু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি এস এম শাহেদুজ্জামান, শরিফুল আলম শপু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা ছাত্রকল্যান সমিতির সাধারণ সম্পাদক আলামিন মোড়ল। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন ডিসি, ডিবি, মতিঝিল জোন ডিএমপি রাজিব আল মাসুদ। অনুষ্ঠানে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও রোজার তাৎপর্য তুলে ধরে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।