উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরার শ্যামনগরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৯ নভেম্বর) সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে শ্যামনগর মর্ডান স্কুল চত্বরে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এম এম জগলুল হায়দার।
উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এম এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদ উদ্ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দফতর এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।