রাশিয়া ও যুক্তরাজ্যের সেনাপ্রধান টেলিফোনে কথা বলেছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, দুই দেশের সেনাপ্রধান ‘ডার্টি বোমা’ নিয়ে আলাপ করেছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাজ্যের সেনাপ্রধান টনি রাদাকিনের সঙ্গে তাদের সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ টেলিফোনে কথা বলেছেন। তবে শুধুমাত্র ‘ডার্টি বোমা নিয়ে আলাপ করা হয়েছে’ উল্লেখ করা ছাড়া বিস্তারিত কোনো তথ্য সরবরাহ করা হয়নি।
এর আগে রবিবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগু বলেছিলেন, ইউক্রেন ‘ডার্টি বোমা’ ব্যবহার করে রাশিয়ার ওপর দোষ চাপাতে পারে। তবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীরা রাশিয়ার অভিযোগ প্রত্যাখান করেছেন।
এদিকে রাশিয়ার এমন দাবি নাকচ করে এর নিন্দা জানিয়েছে কিয়েভ। ইউক্রেন বলছে, এটি অপ্রমাণিত দাবি। আসলে রাশিয়া নিজেই এ ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনের পশ্চিমা মিত্ররাও রাশিয়ার এমন দাবি প্রত্যাখ্যান করেছে।
‘ডার্টি বোমা’ একটি পারমাণবিক বোমা। বিস্তৃত এলাকায় তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিতে পারে এ বোমা। ।
সূত্র: আল জাজিরা