শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামে আলোচিত ডাবল
মার্ডার মামলার স্বাক্ষী একই গ্রামের মৃত কবির আহম্মেদের পুত্র মোঃ নূরুল
ইসলামকে প্রাণ নাশের হুমকি দিয়েছে ডাবল মার্ডার মামলার আসামীরা। এ বিষয়ে
নূরুল ১৪ই নভেম্বর শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী করেছে। যার নং – ৭৮০।
সাধারন ডায়েরী অনুযায়ী জানা যায় , আলোচিত ডাবল মার্ডার মামলা , শ্যামনগর
থানায় মামলা নং -১৩/২৭৭, তারিখ ০৯ ই জুলাই ২০২২ , ধারা
১৪৩/৪৪৭/৪৪৮/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৩০২/১১৪/ ৩৪ পেনাল কোড এর
এজাহার নামীয় আসামী টেংাখালী গ্রামের মৃত মান্দার গাজীর পুত্র মোঃ মজিদ
গাজী , মৃত ইসলাম গাজীর পুত্র শহিদুল ইসলাম , মুনছুর মোল্যার পুত্র
আশরাফুল ওরফে চঞ্চল , খোকন মোল্যার পুত্র মহিবুল্লাহ ১৪ ই নভেম্বর
সাতক্ষীরা কোর্টে হাজির দিয়ে বাড়ী ফেরার পথে বিকাল ৪টায় টেংরাখালী আরশাদ
আমিনের মোড়ে পাঞ্জাগানার সামনে নূরুলকে অকথ্য ভাষায় গালিগালাচসহ প্রাণ
নাশের হুমকি প্রদান করে। নুরুল আইনি প্রতিকার পাওয়ার জন্য শ্যামনগর থানায়
সাধারণ ডায়েরী করেন।