শনিবার ২১ জানুয়ারি দুপুর ১২ ঘটিকায় প্রধান অতিথি হিসাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় মাননীয় সংসদ।
সদস্য-১৩৬,টাংগাইল-৭(মির্জাপুর)জনাব খান আহমেদ শুভ, এম পি, সদস্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ।মির্জাপুর উপজেলাধীন IRINDP-TANGAIL প্রকল্পের আওয়ায় উয়ার্শী হাই স্কুল থেকে চন্দনতারা সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর আলোচনায় উপস্থিত ছিলেন, ৭ ন্ং উয়ার্শী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মাহবুব আলম মল্লিক, সকল ওয়ার্ডের পুরুষ মেম্বার ও মহিলা মেম্বারগন, উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজাপুর আদর্শ সমিতির সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম।উপস্থিত ছিলেন মির্জাপুর আওয়ামী লীগ সাবেক সভাপতি গোলাম রসুল খান, কহেলা মুসলিম সমিতির সাধারন সম্পাদক জনাব লায়েক আলী চন্দন ও কহেলা মুসলিম সমিতির সকল কার্যকারী সদস্যরা, নতুন কহেলা সবুজ সংঘের সাবেক সভাপতি হাসমত আলী খান, রফিকুল ইসলাম খান ও সুলতান মাহমুদ খান উপস্থিত ছিলেন, নতুন কহেলা কলেজের অধ্যক্ষ ইমাম হোসেন ফারুক। আরো উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলার সকল নেতা কর্মী ও এলাকার সাধারণ জনগন।
আলোচনা সভায় জনাব খান আহমেদ শুভ (এমপি)বলেন আমি এই উয়ার্শী ইউনিয়ন এর ছেলে আমি আপনাদের ছেলে আমি কখনো এমপি হিসাবে এই ইউনিয়ন এ আসতে চাই না আমি আপনাদের ছেলে হিসাবে আসতে চাই। আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি, জনাব একাব্বর হোসেব এর রেখে যাওয়া অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার চেস্টা করছি। সামনে নির্বাচন আমার অল্প সময় আছে আগামীতে এমপি হতে পারবো কিনা জানি না কিন্তু যতদিন এমপি আছি যতদূর সম্ভব কাজ করে যাবো মির্জাপুর বাসীর জন্য। কহেলা মুসলিম সমিতির সভাপতি কে এম আমানুল হক (জামান) এর মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং সললে ১ মিনিট নিরবতা পালন করেন।
৭ নং উয়ার্শী ইউনিয়নের দুই বারের চেয়ারম্যান মাহবুব আলম মল্লিক তার মুল্যবান বক্তব্যে বলেন খান আহমেদ শুভ আমাদের সন্তান, খান আহমেদ শুভর হাত ধরেই এই উয়ার্শী ইউনিয়ন একটি উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিতি পাবে আপনারা খান আহমেদ শুভর পাশে থাকবেন আওয়ামী লীগ এর পাশে থাকবেন।
ঢাকা জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম তার বক্তব্যে বলেন আমরা আমাদের এলাকার উন্নয়ন চাই ঢাকা জেলার উত্তরে এবং মির্জাপুর উপজেলার দক্ষিনে আমাদের এলাকা অবস্থিত আমদের এলাকা এখনো উন্নয়নের ছোয়া পাইনি যেহুতু ধামরাই উপজেলা ও মির্জাপুর উপজেলা পাশাপাশি হওয়াতে আমরা এলাকার উন্নয়নের জন্য একত্রে কাজ করে যাবো।
আরো বলেন নতুন কহেলা সবুজ সংঘের সাবেক সভাপতি সুলতান মাহমুদ খান, আমাদের গ্রামের মানুষ এক বেহাল অবস্থায় জীবনযাপন করছেন গ্রামের দুই পাশে নদী থাকায় বর্ষাকালে মানুষের দূর্ভোগ পোহারে হচ্ছে, চলাচলের নেই ভালো রাস্তা। খান আহমেদ শুভর কাছে আমাদের আকুল আবেদন আমাদের ব্রীজ এবং রাস্তার জন্য দাবি জানাচ্ছি, যেন খুব দ্রুত এই প্রকল্পের কাজ শুরু করা হয়।