শিরোনাম ::
সুন্দরবন প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বিজিবি’র অভিযানে নয় কোটি টাকার ভারতীয় মালামাল আটক ঝিনাইগাতীতে মাটির কুপে পরে ২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মৃত্যু বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাবলেটসহ মালামাল জব্দ ভূয়া এনজিওর বিরুদ্ধে প্রশাসনের অভিযান, তিন কর্মকর্তা আটক শ্যামনগরে সাজাপ্রাপ্ত আসামি রুহুল কুদ্দুস আটক ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ ‌স্বেচ্ছাসেবক আসাদের বিরু‌দ্ধে মিথ‌্যা সংবাদ ছড়ানোর প্রতিবাদে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ সুন্দরবনে আনুষ্ঠানিক ভাবে মধু আহরণ শুরু ছাত্রলীগ নেতা মোঃ সামিউল ইসলাম মুন্না কে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্যামনগরের সরকারী দিঘির পানি পাইব লাইন স্থাপন করে ব্যক্তিস্বার্থে ব্যবহারের অভিযোগ তারেক রহমানের মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে মানুষের কাছে কেন্দ্রীয় যুবদল নেতা। বংশীপুর বন্ধু মহলের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন শ্যামনগরে পরিবহন কাউন্টারে মোবাইল কোর্ট মানিকগঞ্জ সাংবাদিকের উপর হামলা ছিনতাই সাতক্ষীরায় আবারো ভেঙ্গেছে উপকূলের বাঁধ ঈদ আনন্দ নেই গ্রামবাসীর মনে সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল উদ্ধার সাতক্ষীরা সদরে তাঁতীদলের আহবায়ক কমিটি অনুমোদন পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু আওয়ামীলীগের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে শ্যামনগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় আশার উদ্যেগে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মালামাল জব্দ বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮০০ মিটার নিচে পড়ে নিহত ৩১ স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটি গঠন আশরাফ আরেফিন যুগ্ম সদস্য সচিব সাতক্ষীরা’য় পুলিশের কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসির সন্মাননা ভূষিত সদর থানার ওসি শামিনুল হক পাওনা টাকা চাওয়াকে কেন্দ্রকরে ব্যাবসায়ীকে পিটিয়ে জখম সিংড়ায় ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর শ্যামনগরে মহিলা সংস্থার চুরি হওয়া মালামাল ফিরিয়ে দিয়েছে কর্মচারী’রা আলহাজ্ব আব্দুল রাশেদ গাজীর দাফন সম্পন্ন

ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান হতে চান মোঃ মনজুরুল হক

বিল্লাল হোসেন শেরপুর থেকে
হালনাগাদ : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে চান সাবেক প্রধান শিক্ষক মো: মনজুরুল হক।

প্রতিদিন ভোটারদের দ্বারেদ্বারে গিয়ে ৬ষষ্ঠ ধাপের নির্বাচনের নিজের প্রার্থীতা জানান দেওয়ার পাশাপাশি তাদের নিকট দোয়া ও ভোট প্রার্থনা করেছেন তিনি।

এ প্রার্থীর পারিবারিক সূত্রে জানা যায়, ২২ মার্চ ১৯৬২ সালে জামালপুরের বকশিগঞ্জ উপজেলার নিলক্ষিয়া গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মো: মনজুরুল হক।

জন্মের পাঁচ বছর পর তার পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম সামছুল হক ৬ সন্তান সহ স্ব-পরিবারে উপজেলার নলকুড়া ইউনিয়ন ভালুকা গ্রামে এসে বসবাস করেন পাশাপাশি ভালুকা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।

মনজুরুল হক শিক্ষাগত যোগ্যতায় বি.এ.বিএড পাশ করে, ১৯৯৪ সালে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক পদে রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের যোগদান করেন ও সফলতার মধ্যদিয়ে ২১ মার্চ ২০২২ সালে অবসরে আসেন।

তার শিক্ষাকতা জীবনে তৎকালীন সময় অবহেলিত নলকুড়া ইউনিয়নে পিছিয়ে থাকা মুসলিম পরিবারসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে কাজ করেন।

পাশাপাশি সামাজিক ও মানবিক বিভিন্ন উন্নয়ন ও সেবা মূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে বিভিন্ন মাদ্রাসা,ঈদগাহ মাঠ ও মন্দির এসব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে তার অবদান।

এছাড়াও অসহায় হতদরিদ্র দুঃস্থ এসব পরিবারের ছেলে-মেয়েদের পড়ালেখা এগিয়ে নিতে নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতা করায় অল্পতেই যথেষ্ঠ সুনাম ও জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

মো: মনজুরুল হক তিনি ব্যক্তি জীবনে ২ পুত্র ও এক কন্যা সন্তানের জনক।সন্তানদের ভবিস্যৎ জীবন উন্নীত করে তোলতে প্রত্যেক সন্তানদের পড়ালেখার মাধ্যমে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সমাজে তাদের প্রতিষ্ঠিত করে গড়ে তুলেন।

উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো: মনজুরুল হক জানান, তার দুই ছেলেই বিএসসি ইঞ্জিনিয়ার।প্রতিষ্ঠিত কোম্পানিতে উর্ধতন কর্মকর্তা হিসেবে তারা কর্মরত।

বিবিএ.এম.বিএ সম্পন্ন করার পর মেয়েকে টাঙ্গাইলের ঘাটাইল জেলায় বিবাহ দেওয়া হয়েছে। সেও গত ২০২৩ সালে ঢাকা ২১,শে বই মেলায় তার রচিত “অবেলার মেঘ” কাব্যগ্রন্থ, বেশ কয়েকটি স্টলে স্থান পায়। কবি হিসেবেও টাঙ্গাইলে পরিচিতি ও পুরস্কার লাভ করে।

করোনা কালীন সময়ে ঝুঁকি থাকা সত্যও জনসচেতনতার পাশাপাশি স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী বিতরণসহ বিভিন্ন সরকারি-বেসরকারী ফ্রান্ডে নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাচনে তিনি বিজয়ী হলে স্মার্ট ঝিনাইগাতী গড়ার লক্ষ্য কাজ করবেন এ আশা ব্যক্ত করে তিনি আরও বলেন, উপজেলা পরিষদের তার প্রাপ্তি সকল ভাতা ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নয়ন মূলক কর্মকাণ্ডে দান করা হবে বলেও জানান তিনি।


এই বিভাগের আরো খবর