শেরপুরের ঝিনাইগাতীতে ৩ জুয়ারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে .উপজেলার কাংশা ইউনিয়নের গান্দিগাঁও গ্রামের জদু মিয়ার ছেলে লিটন মিয়া(২৫), নায়েব আলীর ছেলে মোক্তার হোসেন (৩৪), ময়নালের ছেলে বিজয়(১৮)।
পুলিশ সুত্রে জানা গেছে ২৮ ফেব্রয়ারী মঙ্গলবার রাত ১১টায় থানা পুলিশের একটিদল গান্ধিগাও এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেপ্তার করে। বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ্দ করা হয়েছে।