শেরপুরের ঝিনাইগাতীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। ৯ নভেম্বর বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়।” উদ্ভাবনী জয়োল্লাসে স্মর্ট বাংলাদেশ ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আয়োজিত উদ্ভাবনী মেলার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ উদ্ভাবনী মেলায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা প্রানী সম্পাদক কর্মকর্ত এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় প্রমুখ।
এ উদ্ভাবনী মেলায় ১৮টি স্টল স্থাপন করা হয়। এ মেয়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক দলের নেতা কর্মি, স্কুল কলেজর শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।