সাতক্ষীরায় জেলা প্রশাসক আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পাট দিবস ২০২৩ পালিত হয়েছে। জাতীয় পাট দিবস – ২০২৩ সোমবার (৬ মার্চ)। ‘পাট শিল্পের অবদান-স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্যকে ধারণ করে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করছে সাতক্ষীরা জেলা প্রশাসন। দিবসটি পালন উপলক্ষে সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির। অতিরিক্ত জেলা (রাজস্ব) কাজী আরিফুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা গণ পাট দিবসের র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন