আজ ১১ ফেব্রুয়ারি দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তির আলোকে আজ শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শ্যামনগর মাইক্রোবাস স্ট্যান্ড চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি এস এম জগলুল হায়দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম, আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, সাধারন সম্পাদক দূর্গাপদ চক্রবর্তী, কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জি,এম রেজাউল করিম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান ভবতোষ মন্ডল, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু, শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান, আওয়ামী নেত্রী ইউপি সদস্য মিসেস দেলোয়ারা বেগম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক লায়েছ, সদর যুবলীগের সভাপতি হাসানুজ্জামান হাসান, যুবনেতা সুমন হোসেন, এস,এম ফেরদৌস হায়দার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সুজন, বাদঘাটা কিং স্টার ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মোস্ত সহ দলীয় সর্বস্তরের অসংখ্য নেতাকর্মী।
আওয়ামী লীগ বলছে, বিএনপি-জামায়াতের ‘অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে’ তাদের এই কর্মসূচি।
দেশবাসীকে শান্তি সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে শান্তি সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।
গত রোববার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বাধীন সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।
ওই সভাতেই আজকের শান্তি সমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়।