সাতক্ষীরা’র শ্যামনগরে জাতীয় সংবিধান দিবস-২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৪টা নভেম্বর বেলা ৩টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন।
বক্তাগণ তাদের বক্তব্য বলেন, সংবিধান একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা কি মেনে নিয়ে দেশের সকল উন্নয়নের অবকাঠামো তৈরি হয়। ১৯৭১ সালে থেকে সংবিধানটি চলমান। আমরা সকলে সংবিধানের আলোকে চলাচল করলে দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো।এসময় আরো উপস্থিত ছিলেন শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাকিল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুর আলম সহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান প্রধানগণ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।